দেশে একসময় অবৈধ ক্ষমতা দখল করে গণতন্ত্রের পথ রুদ্ধ করা হয়েছিল : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
- / ১৬৯২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে একসময় অবৈধ ক্ষমতা দখল করে গণতন্ত্রের পথ রুদ্ধ করা হয়েছিল। সংবিধান লঙ্ঘন করে অবৈধ ক্ষমতা বৈধ করা হয়। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জাতি গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। ন্যায়বিচারের অধিকার নিশ্চিত করেছে। সকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টে ‘বঙ্গবন্ধু স্মারক স্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। দেশে আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দিয়েছেন শেখ হাসিনা।
সুপ্রীম কোর্টের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নির্মিত ‘স্মৃতি চিরঞ্জীব’ স্মারকসৌধ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন,এক সময় অবৈধ ক্ষমতা দখল করে গণতান্ত্রিক পথ রুদ্ধ করা হয়েছিল। সব কিছু মাড়িয়ে দেশে ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করেছে আওয়ামী লীগ সরকার।
দেশে আইন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং আইন পেশায় বিশ্বমানের সেবা নিশ্চিত করতে আইন বিশ্ববিদ্যালয় করার প্রতিশ্রুতি দেন তিনি।
সুপ্রিম কোর্টে আইনজীবী ভবন নির্মাণে প্রধান বিচারপতির দাবি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আবার সরকারে এলে করে দেয়া হবে।