দেশে এখন পর্যন্ত কারো শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়নি

- আপডেট সময় : ০৯:৪৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
দেশে এখন পর্যন্ত ৭ হাজার ২৮৪ জনকে স্ক্রিনিং করা হলেও এখনো কারো শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়নি বলে নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে সচেতনতা জোরদার করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেছেন। দুপুরে এক ব্রিফিং-এ তিনি আরো সচেতনতার কথাও জানান।
করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে ৪৯০-এ দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৪ হাজার। মৃতদের মধ্যে ৪৭৯ জনই হুবেই প্রদেশের অধিবাসী।
এদিকে, বাংলাদেশে ফিরে আসা ৩৯ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় জ্বর-সর্দির মত উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেয়ার জানান আইইডিসিআর পরিচালক। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসা কার্যক্রম নিয়ে যা ছড়ানো হচ্ছে, তাতে বিভ্রান্ত না হাওয়ার আহ্বানও জানান মীরজাদী সেব্রিনা