দেশে করোনায় আক্রান্ত ৯৮ শতাংশের মাঝে ডেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
বর্তমানে দেশে করোনায় আক্রান্ত ৯৮ শতাংশের মাঝে ডেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে। সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলের করোনা সংক্রমিত ৩০০ জনের নমুনার সিকোয়েন্সিং করে এই উপস্থিতি পাওয়া যায় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
সকালে বিএসএমএমইউ’র শহিদ ডা. মিলন হলে আয়োজিত করোনার জিনোম সিকোয়েন্সিং গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। বলেন, চলতি বছরের ২৯ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত করোনা আক্রান্ত সারা দেশব্যাপী রোগীদের ওপর এই গবেষণা পরিচালিত হয়। ‘গবেষণায় মোট ৩০০ কোভিড-১৯ পজিটিভ রোগীর ন্যাযোফ্যারিনজিয়াল সোয়াব স্যাম্পল থেকে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিংয়ের মাধ্যমে করোনাভাইরাসের জেনোম সিকোয়েন্সিং করা হয়।