দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ফের বাড়ছে
- আপডেট সময় : ০৯:২৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
করোনার সংক্রমণ বাড়ায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিকেলে আইসিডিডিআরবির উদ্যোগে নারী বিজ্ঞানীদের স্বাস্থ্য গবেষণায় অনুদান প্রদান অনুষ্ঠান এই পরামর্শ দেন তিনি। আগামী ২৬ জুন সারাদেশে একযোগে কলেরার টিকা দান কর্মসূচি চালু হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও আক্রান্তের সংখ্যা বেড়েছে। সারা দেশে আরও ১৬২ জন শনাক্ত হয়েছেন, যা গতকাল ছিল ১২৮ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৫৬ শতাংশ, যা গতকাল ছিল ১ দশমিক ৯১ শতাংশ। তবে এ সময় করোনায় আক্রান্ত কারও মৃত্যু।
এমন বাস্তবতায় নারী বিজ্ঞানীদের জন্য মুজিব শতবর্ষ উপলক্ষে স্বাস্থ্য গবেষণায় সম্বর্ধনা ও আর্থিক অনুদানে প্রদানে এই অনুষ্ঠানের আয়োজন করে আইসিডিডিআরবি।
তবে অনুষ্ঠান শেষে আলোচনা ছাপিয়ে উঠে আসে সম্প্রতি করোনার উর্ধ্বমূখী প্রবনতার প্রসঙ্গে।
এসময় আগামী ২৬ জুন সারাদেশে একযোগে কলেরার টিকাদান কর্মসূচি চালু হবে বলে ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।