দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবারো বাড়ছে
- আপডেট সময় : ০৮:৪৭:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
- / ১৫১৭ বার পড়া হয়েছে
দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবারো বাড়ছে। শীতের সঙ্গে শুরু হয়ে গেছে করোনার দ্বিতীয় ঢেউ। এর ফলে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এদের বেশিরভাগই ভুগছেন শ্বাসকষ্টজনিত উপসর্গে। পরিস্থিতি মোকাবিলায় সাধারণ মানুষকে আরো সচেতন হতে বলছেন বিশেষজ্ঞরা।
শীত আগমনের সঙ্গে সঙ্গে বাড়ছে দ্বিতীয় দফা করোনা সংক্রমণের আশঙ্কা। রাজধানীর হাসপাতালগুলোতে এরইমধ্যে ক্রমবর্ধমান হারে বাড়ছে রোগীর সংখ্যা ।
রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের আইসোলেশন সেন্টারে বেশিরভাগ রোগী ভর্তি হয়েছেন শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে। অনেকেই লড়ছেন প্রাণঘাতী করোনার সাথে। সমান ঝুঁকিতে ডাক্তার এবং হাসপাতালে আসা স্বজনরা ।
করোনা রোগীর সাধারণ উপসর্গের সঙ্গে নতুন অনেক লক্ষণ ধরা পড়ছে বলে জানান চিকিৎসকরা ।
হাসপাতালের পরিচালক ডা.খলিলুর রহমান জানান, করোনার চিকিৎসায় নির্ধারিত ১০০ বেডের প্রায় সবকটি এখন পূর্ণ। করোনা দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় রোগীর চাপ আগের চেয়ে বাড়তে শুরু করেছে বলও জানান তিনি।
ঠান্ডাজনিত সমস্যা আর করোনার লক্ষণগুলো অনেকটা একই রকম হওয়ায় আলাদা করার সুযোগ কম। ফলে কারো এ ধরণের লক্ষণ দেখা গেলেই সেটা করোনার মতোই সতর্কতা ও ব্যবস্থা নেয়ার আহবান জানান বিশেষজ্ঞরা।