দেশে করোনায় একদিনে ৩৮ জনের মৃত্যু

- আপডেট সময় : ০৬:২৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
দেশে করোনায় একদিনে আরেও ৩৮ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মোট মৃত্যু হলো দু’ হাজার ৮৭৪ জনের। আর নতুন করে ১০ হাজার ৪৪৬টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৫২০ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ২১ হাজার ১৭৮ জন। দুপুরে নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১১৪ জন।এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ২২ হাজার ৯০ জন।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, সারাদেশে ৮০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪৮টি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩২টি ল্যাব চালু আছে। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে নয় হাজার ৬১৫টি। আগের তুলনায় ল্যাবগুলোতে অনেক কম নমুনা আসছে বলেও জানান তিনি। দেশকে করোনামুক্ত করতে যাদের উপসর্গ আছে কিংবা যারা আক্রান্ত কারো সংস্পর্শে গেছেন তাদের সবাইকে নমুনা পরীক্ষা করানোর আহ্বানও জানান অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।