দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন।এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৬৫ জন। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯৮৭ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৩ হাজার ২৯১ জনে। গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ২৫২ জন। একই সময়ে ২৫ হাজার ৪১১ টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৫ হাজার ৪০৫টি। শনাক্তের হার ৭ দশমিক ৮২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১৪ জন পুরুষ ও ৭ নারী। ঢাকা বিভাগে ১২, চট্টগ্রামে ৪, রংপুরে ২ এবং বরিশাল, সিলেট ও রাজশাহীতে ১ জন করে মারা গেছেন। এদিকে, নিয়মিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, বর্তমানে দেশে করোনা শনাক্তের হার অনেকটাই কমে এসেছে।