দেশে ধান-চালসহ অন্যান্য খাদ্যশস্যের পর্যাপ্ত মজুদ রয়েছে: কৃষিমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫২:০৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
করোনার কারণে দেশে দুর্ভিক্ষের কোন আশংকা নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক। চলতি বোরো মৌসুমে উৎপাদিত ধান আগামী ১০/১৫ দিনের মধ্যে মাঠ থেকে ঘরে তোলা গেলে, দেশে পরবর্তী ৬ মাস খাদ্যের কোন অভাব থাকবে না বলে জানান তিনি।
কৃষিমন্ত্রী টাঙ্গাইলে করোনা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভায় একথা বলেন। ড. রাজ্জাক বলেন, দেশে ধান-চালসহ অন্যান্য খাদ্যশস্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। তারপরও সরকার এ বছর কৃষকের নিকট থেকে ৮ লাখ টন ধান কিনবে। মন্ত্রী আরো বলেন, করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। পাশাপাশি কৃষকদের দেয়া হচ্ছে প্রনোদনা। ত্রাণ বিতরণে অনিয়ম বা চুরি কঠোর হস্তে দমন করার হুঁশিয়ারী দেন তিনি। জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ছানোয়ার হোসেন এমপি, জোয়াহেরুল ইসলাম এমপি, তানভীর হাসান মনির এমপি ও জেলার ত্রাণ সমন্বয়কারী, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর।