দেশে পণ্যের দাম কমা নিয়ে নতুন কোনো সুখবর নেই : বাণিজ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
বিশ্বের নানামুখী টানাপোড়েনে অবস্থার শিকার বাংলাদেশে পণ্যের দাম কমা নিয়ে নতুন কোনো সুখবর নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে জ্বালানী তেল ও ডলারের অস্বাভাবিক দাম বৃদ্ধি এবং অন্য পণ্য আমদানীতে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় সব ধরনের পণ্যের দাম উর্ধ্বমুখী হচ্ছে বলে জানিয়েছেন তিনি। দুপুরে রংপুর পর্যটন মোটেলে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে সমন্বিত কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী আরো বলেন, জুনের মধ্য থেকে ১ কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে সয়াবিন তেল দেয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ ও রংপুর বিভাগীয় প্রশাসনের আয়োজনে এই কর্মশালায় রংপুর বিভাগের আট জেলার প্রশাসন, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন দপ্তরের শতাধিক কর্মকতা অংশ নেন।