দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৩৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
- / ১৭৫২ বার পড়া হয়েছে
জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান শেষে নতুন সরকারের পাশে থাকার ‘বৈশ্বিক প্রতিশ্রুতি’ নিয়ে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।.
চার দিনের সফরে শেষে শনিবার রাত ৩টা ৩২ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা।
এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা ২৬ সেপ্টেম্বর সর্বোচ্চ ১৬টি অনুষ্ঠানে যোগ দেন এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ অন্তত ১২ জন বিশ্বনেতার সঙ্গে সাক্ষাৎ করেন। অধিবেশনে শুক্রবার ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কে যান তিনি।