দেশে মধ্যবর্তী নির্বাচনের কোন সুযোগ নেই : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:০৩:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
দেশে মধ্যবর্তী নির্বাচনের কোন সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে একথা জানান তিনি। এ সময় বিএনপির উদ্দেশ্য হুশিয়ারি উচ্চারণ করে ওবায়দুল কাদের বলেন, কোন ধরনের অগণতান্ত্রিক পথে কাউকেই ক্ষমতায় যেতে দেবে না জনগণ। এছাড়া কর্মসূচির নামে জনগণের শান্তি নষ্ট করলে প্রতিহত করা হবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
সোমবার সকালে সরকারি বাসভবনে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, উপনির্বাচন নিয়ে বিএনপি অন্ধকারে ঢিল ছুঁড়ছে, তাদের বিরোধিতা আর মিথ্যাচার এখন অস্থি মজ্জার অংশ হয়ে গেছে।
এ সময় সরকারের পদত্যাগ ও নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিবের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এছাড়া নির্বাচন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান । তারা স্বাধীনভাবেই কাজ করছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।