দেশে মানবাধিকার রক্ষায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার : আইনমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশে মানবাধিকার রক্ষায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। নারী ও শিশুর প্রতি কোনো ধরনের সহিংসতা সহ্য করা হবে না বলেও জানান মন্ত্রী। বিকেলে মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত ভার্চূয়াল সভায় এসব কথা বলেন তিনি।
মানবাধিকার দিবস উপলক্ষে “ঘুরে দাঁড়াবো আবার, সবার জন্য মানবাধিকার” এমন প্রতিপাদ্যে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভার এ আয়োজন। এতে যুক্ত হয়ে করোনাকালীন সময়ে নারী ও শিশুদের প্রতি যে সব নির্যাতন সংগঠিত হয়েছে সেগুলো বিচার কাজ সম্পন্ন করার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতে কাজ করার আহবান জানান বক্তরা।
আলোচনায় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম বলেন, নারীর প্রতি সহিংসতার পেছনের কারণ বের করতে একটি জাতীয় অনুসন্ধ্যান কমিটি গঠন করা হয়েছে।
আলোচনায় যুক্ত হয়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা একটি জঘন্য কাজ উল্লৈখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, কোনো ধরনের সহিংসতাকে সহ্য করবে না সরকার।
জনগণ সোচ্চার হলে দেশ থেকে সকল ধরনের অপরাধ দূর হবে বলেও আশা প্রকাশ করেন আইনমন্ত্রী।