দেশে মামলার তুলনায় বিচারকের সংখ্যা খুবই কম : প্রধান বিচারপতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
- / ১৬৫২ বার পড়া হয়েছে
ধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, দেশে মামলার তুলনায় বিচারকের সংখ্যা খুবই কম। ফলে বাড়ছে মামলার দীর্ঘসূত্রীতা। তারপরও বিচারকরা সাধ্যমতো চেষ্টা করছেন মামলাজট কমানোর। চলছে নতুন বিচারক নিয়োগের কার্যক্রম।
সকালে মেহেরপুর জেলা জজ আদালত প্রাঙ্গণের ন্যায়কুঞ্জে বিচার প্রার্থীদের বিশ্রামাগার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি এ কথা বলেন। প্রধান বিচারপতি জানান, এ দেশে ৪০ লাখ মামলার জন্য বিচারকের সংখ্যা মাত্র দুই হাজার। ইতোমধ্যেই ১০২ জন বিচারক নিয়োগের কাজ শুরু হয়েছে। যা পুলিশি তদন্তের পর্যায়ে রয়েছে। আরোও ১’শ বিচারক নেয়ার কাজ প্রক্রিয়াধীন। এসময় সুপ্রিম কোর্টের রেজিস্টার তোফায়েল হাসান, জেলা ও দায়রা জজ মোঃ শহিদুল্লাহ, জেলা প্রশাসক আজিজুল ইমলাম, পুলিশ সুপার রাফিউল আলম উপস্থিত ছিলেন।