দেশে শিক্ষিত ও সনদধারী বেকার বাড়ছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
দেশে শিক্ষিত ও সনদধারী বেকার বাড়ছে। এ ধরনের বেকারের সংখ্যা আর বাড়াতে চায় না সরকার। এজন্য চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা এবং কর্মমুখী শিক্ষাব্যবস্থার মাধ্যমে দক্ষ মানববসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।
দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এসময় শিক্ষামন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে অপ্রতিরোধ্য গতিতে দেশ এগিয়ে যাচ্ছে, সেই গতিতে শিক্ষা খাতকেও এগিয়ে নিতে হবে। এ গতি যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সেদিকে সবাইকে নজর রাখতে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রাজশাহীর সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মশিউর রহমান।