দেশে সুবিচার নিশ্চিত করতে না পারলে, বিচার বিভাগ পৃথকীকরণের সুফল পাওয়া যাবে না
- আপডেট সময় : ১০:০২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯
- / ১৬৮২ বার পড়া হয়েছে
দেশে সুবিচার নিশ্চিত করতে না পারলে, বিচার বিভাগ পৃথকীকরণের সুফল পাওয়া যাবে না। এমন মন্তব্য করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোঃ আবদুল মতিন বলেছেন, লোকে কী বলবে, প্রধানমন্ত্রী কী বলবে, তাদের মুখের দিকে চেয়ে বিচার করলে সুবিচার নিশ্চিত হবে না। আর বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে পৃথক সচিবালয় করার তাগিদ দেন আইনজ্ঞরা। জাতীয় প্রেস ক্লাবে হিউম্যানিটি ফাউন্ডেশন আয়োজিত ‘নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরণের এক যুগ’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় তারা এসব কথা বলেন।
দেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের যুগপূর্তি উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে হিউম্যানিটি ফাউন্ডেশন। এতে অংশ নিয়ে দেশের আইনজ্ঞরা, বিচার বিভাগ পৃথকীকরণের সুফল পেতে বেশ কিছু পরামর্শ তুলে ধরেন।
বার কাউন্সিলের সহ-সভাপতি এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বিচার বিভাগ পৃথকীকরণের সুফল তুলে ধরলেও, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করেন, এক যুগ পরও স্বাধীন বিচার ব্যবস্থা গড়ে ওঠেনি।
বিচার বিভাগ শুধু স্বাধীন হলেই চলবে না, বিচার ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা ফেরাতে ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান জানান আলোচকরা। সুবিচার নিশ্চিতে শুধু বিচার বিভাগ পৃথকীকরেই নয়, একইসাথে বিচারপতিদের চরিত্র ও অনুভূতিতে স্বাধীনতার বোধ থাকার প্রয়োজন বলেও জানান বক্তারা।