দেশে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে : ব্যারিস্টার জমির উদ্দিন
- আপডেট সময় : ০৯:১৭:২০ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৯০ বার পড়া হয়েছে
সরকার পতনের একদফা দাবিতে বিএনপির রোড মার্চে লাখো মানুষ অংশ নিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়ার বার্তা দিয়েছে। জনদাবি না মানলে ১৫ দিনের কর্মসুচীর পর আন্দোলনের সুনামিতে এই সরকার ভেসে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেছেন, দেশে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। চট্টগ্রাম ও ঢাকায় আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ে রোডমার্চের প্রস্তুতি সভা। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ১৫ দিনের কর্মসুচীর পর আন্দোলনের সুনামিতে ভেসে যাবে সরকার।
এর আগে দীর্ঘ ৫ বছর পর বিভেদ ভুলে এক মঞ্চে উঠেন আব্দুল্লাহ আল নোমান ও আমির খসরু মাহমুদ চৌধুরী।
সভা চলাকালে দক্ষিণ জেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়। কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলার শুনানিতে এসে, বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, মামলা-হামলা দিয়ে কোনো কাজ হবে না।
সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে, খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে তিতুমীর কলেজ ছাত্রদল। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, আওয়ামী লীগ একদলীয় সরকার কায়েমের পথে বাধা মনে করার কারনেই খালেদা জিয়াকে কারা অভ্যন্তরে রেখেছে। বেগম জিয়া জেল থেকে বের হয়ে আসলে দেশে গণতন্ত্র ফিরিয়ে আসার পাশাপাশি বিশ্বের দরবারে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠীত হবে বলেও জানান জমির উদ্দিন সরকার।