দেশে স্বাধীনতা পরবর্তী সবচেয়ে খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যার জন্য দায়ী বর্তমান সরকার : দুদু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৬৪ বার পড়া হয়েছে
বাংলাদেশে নিযুক্ত বিদেশী রাষ্ট্রদূতদের নিরাপত্তা দিতে সরকারের ব্যর্থতায় উদ্বেগ প্রকাশ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এতে প্রমাণ হয় দেশের বর্তমান পরিস্থিতি ভয়াবহ অবস্থায় পৌঁছেছে।
সকালে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। দুদু আরো বলেন, দেশে স্বাধীনতা পরবর্তী সবচেয়ে খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যার জন্য দায়ী বর্তমান সরকার। খালেদা জিয়াকে সাজা দিয়ে আদালত বেকায়দায় পড়েছে বলেও দাবি করেন তিনি। সরকার গত ১৫ বছরে গণতন্ত্রের বিরুদ্ধে যেসব কাজ করেছে তার দায় স্বীকার করে নিয়ে অবিলম্বে ক্ষমতা ছেড়ে দিলে জনরোষ থেকে রক্ষা পেতে পারে বলে জানান দুদু। এজন্য সরকারের উচিত- বিদায়ের আগে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে দল-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা।