দেশেই ভ্যাকসিন উদ্ভাবনে আন্তর্জাতিক মানের ইন্সটিটিউট তৈরির পরিকল্পনা সরকারের
- আপডেট সময় : ০৭:৩৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
দেশেই ভ্যাকসিন তৈরী করতে সরকার আন্তর্জাতিক মানের একটি ভ্যাকসিন ইন্সটিটিউট তৈরী করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী সরকারের সঠিক পদক্ষেপে সুন্দরবনের আয়তন বাড়ছে বলেও জানিয়েছেন।
স্পীকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে চলছে ২০২১-২২ অর্থবছরের বাজেট অধিবেশন। প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনার প্রশ্নোত্তর পর্বে টাঙ্গাইলের সংসদ সদস্য আহসানুল ইসলামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রনে বিদেশ থেকে করোনার টিকা সংগ্রহের পাশাপাশি দেশেও টিকা উৎপাদনের পদক্ষেপ নিচ্ছে।
প্রধানমন্ত্রী সংসদকে জানান, সরকার ইতোমধ্যে জরুরী ব্যবহারের জন্য পাঁচটি টিকা অনুমোদন দিয়েছে।
সংসদ নেতা আরেকটি প্রশ্নের জবাবে বলেন, সুন্দরবনের আয়তন ক্রমশ বাড়ছে। একই সাথে সুন্দরবনে বাঘের সংখ্যা ও কার্বন মজুদও বাড়ছে।