দেশের অগ্রগতি ও উন্নয়ন বাধাগ্রস্ত করতে নতুন ষড়যন্ত্রের জাল বিস্তার করছে অপশক্তি
- আপডেট সময় : ০৬:৫৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
- / ১৫১৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, দেশের অগ্রগতি ও উন্নয়ন বাধাগ্রস্ত করতে আবারো নতুন ষড়যন্ত্রের জাল বিস্তার করছে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তি। সকালে মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ভার্চুয়াল আলোচনায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় জিয়াউর রহমানসহ ৭৫ পরবর্তী সরকারগুলো মৌলবাদীদের আস্কারা দিয়েছেন বলে অভিযোগ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
রোবাবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ভার্চুয়ালি আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলের সঞ্চালনায় আলোচনায় অংশ নিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীদের কোনভাবেই ছাড় না দিতে সরকারের প্রতি আহবান জানান জোটের শীর্ষ নেতারা।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, অসাম্প্রদায়িক চেতনাকে ধ্বংস করতেই যড়যন্ত্র করছে তারা।
মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধান বিরোধীদের সম্পর্কে দেশের মানুষকে সজাগ থাকার আহবান জানান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ।
পরে সমাপনী বক্তব্যে বিজয়ের পূর্বক্ষণে জাতির মেধাবী সন্তানদের হত্যার মধ্যদিয়ে জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল জানিয়ে, আমির হোসেন আমু বলেন, সেই ষড়যন্ত্রের পথ ধরে এখনো সক্রিয় রয়েছে।
এছাড়া আলোচনায় অংশ নেন, জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারীসহ কেন্দ্রীয় ১৪ দলের নেতারা ।