দেশের অর্থনীতির প্রতিটি সূচক প্রতিদিন নিচের দিকে নামছে : জিএম কাদের
- আপডেট সময় : ১০:১৩:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের অর্থনীতির প্রতিটি সূচক প্রতিদিন নিচের দিকে নামছে বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান বিরোধীদলীয় নেতা জিএম কাদের। সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বিশ্বব্যাপী কোভিড মহামারির প্রকোপ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বাণিজ্য নিষেধাজ্ঞা ইত্যাদি কারণে সারা বিশ্বে বড় ধরনের অর্থনেতিক মন্দার ধাক্কা লেগেছিল। ধীরে ধীরে পুরোবিশ্ব এর থেকে উত্তরণে সক্ষম হয়েছে। তবে বাংলাদেশের উত্তরণ তো দূরের কথা অধঃপতন ঠেকানোই বড় চ্যালেঞ্জ। জিএম কাদের বলেন, কোনো দেশের রিজার্ভকে নিরাপদ মাত্রায় রাখতে হলে কমপক্ষে তিন মাসের আমদানি ব্যয়ের সমান রিজার্ভ রাখতে হয়। সে ক্ষেত্রে দেশের রিজার্ভ বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় নেমে এসেছে। রপ্তানি আয় ও প্রবাসী আয় যতক্ষণ না দেশের মোট আমদানি ব্যয়ের সমান বা বেশি না হবে ততক্ষণ পর্যন্ত রিজার্ভের ক্রমাবনতি হতেই থাকবে বলে মন্তব্য করেন তিনি।