দেশের অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সব পক্ষের সাথে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রেখে দেশ এগিয়ে যাবে : পররাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
দেশের অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সব পক্ষের সাথে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রেখে বাংলাদেশ এগিয়ে যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজের ‘পরিবর্তিত বিশ্ব ব্যবস্থা : বাংলাদেশের জাতীয় স্বার্থ’ শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি।
মন্ত্রী জানান, বর্তমানে চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ, যুক্তরাষ্ট্রকেন্দ্রিক কোয়াড এবং ইন্দো-প্যাসিফিক ইকোনমিক জোট গঠিত হচ্ছে। তিনি বলেন, জোটগুলো থেকে বাংলাদেশ অর্থনৈতিক সম্ভাবনা আশা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে করোনা মহামারি মোকাবেলাসহ ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতা অর্জনে বাংলাদেশ সফল হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তবে, আঞ্চলিক ও বহুপক্ষীয় সম্পর্ক মজবুত করতে বাংলাদেশ নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রেখেছে।