দেশের উত্তরাঞ্চলে আবারো বেড়েছে শীতের তীব্রতা

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
দেশের উত্তরাঞ্চলে আবারো বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
নড়াইলে তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসে নেমেছে। শীত বেড়ে যাওয়ায় বৃদ্ধদের কষ্ট আরো বেড়েছে। ঘন কুয়াশায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এদিকে, সকালে নড়াইল-কালনা সড়কের নাকসী এলাকায় ঘন কুয়াশায় প্রাইভেট কার রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও যাত্রীরা অক্ষত রয়েছেন।
নেত্রকোনায় ভোর থেকে ঘন কুয়াশার সাথে যোগ হয়েছে শৈত প্রবাহ।এতে বিপাকে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ। এদিকে, গত কয়েক দিন ধরে ঘন কুয়াশা আর শৈত প্রবাহে শিশু ও বৃদ্ধরা বেশি সমস্যায় ভুগছে।
সাতক্ষীরায় কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিপাকে পড়েছে জেলার খেটে খাওয়া মানুষ। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস।