দেশের উত্তরাঞ্চলেসহ বিভিন্ন জেলায় বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন
- আপডেট সময় : ০৩:১৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
দেশের উত্তরাঞ্চলেসহ বিভিন্ন জেলায় বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ স্থানীয় আলুচাষীরা।
কুড়িগ্রামে শীতের সাথে পাল্লা দিয়ে ঝরছে বৃষ্টি। মাঘের হার কাঁপানো শীতের মাঝেই শুরু হয়েছে টানা বৃষ্টি। শুক্রবার সকাল ৬ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘন্টায় জেলায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির সাথে থেমে থেমে দমকা বাতাস ঠান্ডার মাত্রা বাড়িয়েছে। আবহাওয়ার এ বৈরী আচরণে দিন মজুর ও নিম্ন আয়ের মানুষ পড়েছেন চরম বিপাকে।
দিনাজপুরে রাত থেকেই শুরু হয়েছে গুড়িগুড়ি বৃষ্টি। তাপমাত্রা কিছুটা বাড়লেও বিপদে রয়েছেন নিম্নআয়ের মানুষ। কাজে যেতে পারছে না অনেকেই। স্থানীয় আবহাওয়া কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রী সেলসিয়াস। সকাল ৯ টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ৩০.৩ ডিগ্রি মিলিমিটার রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। এদিকে তাপমাত্রা কিছুটা কমায় শীতের তীব্রতাও কমেছে অনেকটা।
ঠান্ডা আবহাওয়া আর মাঘের শীতের বৃষ্টিতে নাকাল সিরাজগঞ্জের উল্লাপাড়াবাসী। একদিকে বৃষ্টি অন্যদিকে শীতে যবুথবু নিম্ন আয়ের মানুষ। মাঘের এই শীতে হঠাৎ বৃষ্টিতে দুর্ভোগ নেমে এসেছে জনজীবনে। সকালে মুষলধারে বৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েন কর্মজীবিরা।
দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার উপর দিয়ে কয়েক দিন ধরেই বয়ে যাচ্ছে শৈত্য প্রবাহ। এর মধ্যে সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। সাথে বইছে হিমেল হাওয়া। এসব কারণে জেঁকে বসেছে শীত।