দেশের উন্নয়ন-অগ্রযাত্রা নস্যাৎ করতে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত চলছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
দেশের উন্নয়ন-অগ্রযাত্রা নস্যাৎ করে দিতে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি বলেন, এখন সরকারের মূল প্রচেষ্টাই হবেদেশের বর্তমান অগ্রযাত্রা অব্যাহত রাখা। সকালে গণবভনে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শুভেচ্ছা বিনিময়ের পর নেতাকর্মীদের উদ্দেশে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। খুনি-সন্ত্রাসী-যুদ্ধাপরাধীদের দল কখনো যেনো আর দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকারও আহবান জানান শেখ হাসিনা।
১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা প্রতিবেশি ভারতে আশ্রয় নেন। প্রতিকূল রাজনৈতিক পরিবেশে জীবন ঝুকি নিয়ে ১৯৮১ সালে ১৭ মে বৃষ্টিস্নাত বিকেলে দেশের মাটিতে পা রাখেন বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে গণভবনে আসেন আওয়ামী লীগের নেতারা।
বঙ্গবন্ধু কন্যাকে ফুলেল শুভেচ্ছা জানান দলটির সিনিয়র নেতারা। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতারাও।
দলের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি ।
শেখ হাসিনা বলেন, অবৈধভাবে জন্ম নেয়া দলের ভোট ডাকাতারা এখন গণতন্ত্র আর ভোটের অধিকারের কথা বলে।আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল জনগণের জন্য কাজ করে না বলেও মন্তব্য করেন সরকার প্রধান। দেশের জনগণই আওয়ামী লীগের একমাত্র বন্ধু, একথা স্মরণ রেখে সকলকে সজাগ থাকার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।