দেশের কাগজের চাহিদা পূরণে বাজারে এসেছে নিটল-নিলয় গ্রুপের টারজান পেপার
- আপডেট সময় : ০৮:৩২:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
দেশের কাগজের চাহিদা পূরণ করতে বাজারে এসেছে নিটল-নিলয় গ্রুপের নতুন পণ্য টারজান পেপার। বিকেলে ভার্চূয়াল অনুষ্ঠানের মাধ্যমে এ কাগজ বাজারজাতকরণের উদ্বোধন করেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ। এসময় তিনি বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন এই কাগজ অল্প সময়েই দেশের মানুষের আস্থা অর্জন করবে।
দেশের কর্পোরেট জগতে সুপরিচিত একটি নাম নিটল নিলয় গ্রুপ। বহু পণ্যের সমারোহে এবার তারা বাজারে নিয়ে এলো আন্তর্জাতিক মানের একটি কাগজ। নাম টারজান পেপার। শনিবার অনলাইনে নতুন এ পণ্যটির উদ্বোধন করেন গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ।
এতে যুক্ত হয়ে নিটল নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান বলেন, বর্তমান বাজারে চাহিদা অনুযায়ী টারজান পেপার সবার নজর কাড়বে।
বিশ্বমানের রপ্তানিযোগ্য এই লেখার কাগজ গুণগতমানে আস্থাশীল উল্লেখ করে গ্রুপের চেয়ারম্যান বলেন, দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে।
এছাড়া গ্রাহকদের জন্য কাগজের সাথে বিভিন্ন ধরণের অফার রয়েছে বলেও জানান তিনি।