দেশের কয়েকটি জেলায় নতুন করে ৫৪ জন করোনা রোগী শনাক্ত
- আপডেট সময় : ০২:১০:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
চট্টগ্রাম, গাইবান্ধা, গোপালগঞ্জে, ময়মনসিংহ, মৌলভীবাজার, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, জামালপুর, ঝিনাইদহ ও যশোরে নতুন করে ৫৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১৮৩ জনের নমুনা পরীক্ষা করে দুই জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে স্বাস্থ্য বিভাগ। তাদের একজনের বাড়ি চট্টগ্রামের দামপাড়ায় আরেকজন অন্য জেলার বাসিন্দা। শুক্রবার রাতে এই তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার ফজলে রাব্বি। এ নিয়ে বৃহত্তর চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮০ জন ছাড়ালো।
গাইবান্ধায় নতুন করে আরো ২ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন গোবিন্দগঞ্জ চারমাথার দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট। অন্যজন পলাশবাড়ী উপজেলার বাসিন্দা। পুলিশ সার্জেন্ট করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তার সাথে থাকা ৪ পুলিশ সদস্যকে হোমকোয়ারেন্টনে রাখা হয়েছে।
গোপালগঞ্জের মুকসুদপুর ও কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্স করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদিকে, করোনা আক্রান্ত মুকসুদপুর থানার ৭ পুলিশ সদস্য সুস্থ হওয়ায় আইসোলেশন ওয়ার্ড থেকে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।
ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৮৬ জনের করোনা শনাক্ত হলো। নতুন ২০ জনের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ চিকিৎসকসহ ১৯ জন স্টাফ এবং মুক্তাগাছার ১ জন রয়েছেন।
গেলো ২৪ ঘন্টায় মৌলভীবাজার জেলায় নতুন আরও ২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত দু’জনই পুরুষ। একজনের বয়স ২১, আরেকজনের বয়স ৪০ বছর।
মানিকগঞ্জে আরও ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ১৯ বছরের ১ নারী, ঘিওর ও সাটুরিয়া উপজেলার ২ জন যুবক। সকালে মানিকগঞ্জের সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ এই ৩ জনের করোনা রোগে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জের কাজিপুরের যমুনা বিধৌত মনসুরনগর ইউনিয়নের মাজনাবাড়ি গ্রামে বাবা-ছেলের নমুনায় এবার করোনা ‘পজিটিভ’ মিলেছে। করোনা উপসর্গ দেখা দেয়ায় গত ২২ এপ্রিল পাশের জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জামালপুরে পুলিশ কর্মকর্তাসহ ৫ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়েছে ৩৮ জন| শুক্রবার সন্ধ্যায় ৫ জনের করোনা ভাইরাসে শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন জেলা স্বাস্থ্য বিভাগ।
ঝিনাইদহে প্রথম ২ জন করোনা আক্রান্ত রোগীর সনাক্ত হয়েছে। তারা হলো ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার এক নারী। তিনি গত ২০ এপ্রিল ঢাকা থেকে এসেছে। অপরজন পুরুষ আক্রান্ত রোগীর বাড়ি কালীগঞ্জ উপজেলার মোল্যাডাঙ্গা গ্রামের।
যশোরে নতুন করে আরও ৯ জনের শরীরের করোনা সংক্রমণের নমুনা পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট ১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের ল্যাবে যশোরসহ আশপাশের আরও ৬ টি জেলার মোট ৯৫ টি করোনা সন্দেহ রোগীর নমুনা পরীক্ষা করা হয়।