দেশের জনসংখ্যাকে মানব সম্পদে রুপান্তর করে দেশের উন্নয়ন অগ্রযাত্রা চালিয়ে যেতে হবে
- আপডেট সময় : ০২:৫৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
দেশের জনসংখ্যাকে মানব সম্পদে রুপান্তর করে দেশের উন্নয়ন অগ্রযাত্রা চালিয়ে যেতে হবে বলে জানান রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। তিনি আরো বলেন, শিক্ষার মান উন্নয়নে দেশের শিক্ষা খাত, গবেষণা হতে শুরু করে শিক্ষা ব্যবস্থাকে আরো বেশি যুগোপযোগী করে গড়ে তুলতে হবে বলে জানান তিনি।
সকালে বঙ্গবন্ধু সম্মলেন কেন্দ্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উদ্যোগে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে চতুর্থ শিল্প বিপ্লব শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠান হয়। এসময় বঙ্গভবন থেকে ভার্চুয়ালি যোগদেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, দেশের অগ্রগতি ধরে রাখতে শিক্ষা খাতের উন্নয়নের পাশাপাশি এর মান বৃদ্ধিতে আরো বেশি কাজ করতে হবে।
ডিজিটাল খাতে দেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রগতিকে ধরে রাখতে প্রযুক্তির উপর বেশি নজর দিতে হবে বলে জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ।
চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বাংলাদেশের অগ্রগতি আরো বেশি গতিশীল হবার পাশাপাশি বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাড়াবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।