দেশের তৃতীয় ফরেনসিক ল্যাবের কার্যক্রম শুরু হলো রাজশাহীতে

- আপডেট সময় : ০৩:৫১:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
উত্তরাঞ্চলের ১৬ জেলার মামলার আলামত পরীক্ষার জন্য দেশের তৃতীয় ফরেনসিক ল্যাবের কার্যক্রম শুরু হলো রাজশাহীতে।
সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি’র তত্ত্বাবধানে পরিচালিত এই ল্যাবের উদ্বোধন করেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পটোয়ারী। এসময় আইজিপি বলেন, রাজশাহী ও রংপুর বিভাগের মামলাগুলোর আলামত পরীক্ষার জন্য আর ঢাকায় যেতে হবে না। এই ল্যাব চালুর ফলে কেবল ডিএনএ এবং সাইবার ক্রাইমের আলামত ছাড়া সব ধরনের আলামত পরীক্ষা করা হবে রাজশাহীতেই। বিশেষ করে রাসায়নিক, ব্যালিস্টিকস, হস্তলিপি, ফিঙ্গারপ্রিন্ট, অনু বিশ্লেষণ, ফুটপ্রিন্ট ও জালনোট শনাক্তসহ প্রায় সব ধরনেরই পরীক্ষা ডিজিটালাইজড পদ্ধতিতে নিশ্চিত করা হবে। এই ফরেনিসিক ল্যাব পুলিশের সক্ষমতা বৃদ্ধির বড় উদাহরণ বলেও জানান তিনি। অনুষ্ঠানে সিআইডি’র প্রধান অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম হাফিজ আক্তার ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।