দেশের তৈরি পোশাক খাতে ৮৫৬ টি গার্মেন্টস এখনো ঝুঁকিপূর্ণ : সিপিডি
- আপডেট সময় : ০৯:১৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
- / ১৬৪৮ বার পড়া হয়েছে
দেশের তৈরি পোশাক খাতে ৮৫৬টি গার্মেন্টস এখনো ঝুঁকিপূর্ণ । আর ২৩ ভাগ কারখানায় নেই পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা। এমন দাবি করেছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, পোশাক কারখানায় পর্যাপ্ত নজরদারির অভাব রয়েছে । রাজধানীর ধানমন্ডিতে সিপিডির ব্রিফিংয়ে এসব তথ্য দিয়ে গার্মেন্টসকে নজরদারির আওতায় আনার দাবি জানান তিনি।
রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে তৈরি পোশাক শিল্পে কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং চ্যালেঞ্জ নিয়ে ব্রিফিংয়ের করে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি। ব্রিফিংয়ে তৈরি পোশাক খাতের নানা অসংগতি তুলে ধরা হয়। প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, দেশে ২ হাজার ৮৯৬টি কারখানা আরএসিসি ও আরসিসির মনিটরিংয়ে রয়েছে। এখনো ৮৫৬টি কারখানা কোনো নজরদারির নেই। এসডিজি বাস্তবায়নের পথে ঝুঁকিপূর্ণ গার্মেন্টস কারখানাগুলো প্রধান অন্তরায় বলেও মন্তব্য করেন এই বিশ্লেষক।