দেশের পর্যটন খাতকে বাঁচাতে সরকারের নিজস্ব তহবিল থেকে ৫০০ কোটি টাকা অনুদান দাবী উদ্যোক্তাদের
- আপডেট সময় : ০৯:১৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
দেশের বিপর্যস্ত পর্যটন খাতকে বাঁচাতে সরকারের নিজস্ব তহবিল থেকে এখনই ৫০০ কোটি টাকা অনুদান হিসেবে দাবী করেছেন উদ্যোক্তারা। একই সাথে মার্চ ২০২০ থেকে ডিসেম্বর ২০২০ পর্যন্ত ব্যাংক সুদও মওকুফ চেয়েছেন তারা। আর তা না পেলে প্রায় ৩ লাখ কর্মকর্তা কর্মচারী বেকার হয়ে যাবে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তারা। দুপুরে রাজধানীর একটি হোটেলে ৬ দফা সুপারিশ তুলে ধরে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল এসোসিয়েশন-বিহার নেতারা এসব জানান।
করোনা মহামারি কিছুটা কাটিয়ে উঠে পুরো বিশ্বের পর্যটন খাত যখন প্রস্তুতি নিচ্ছে আগের অবস্থায় ফিরতে, সেখানে প্রস্তুত বাংলাদেশের বিলাসবহুল হোটেলগুলোও। অতিথি পাবার আশায় আবারো সচল হচ্ছে বন্ধ থাকা অনেক হোটেলই।
বিহার তথ্যমতে, অতিথি না থাকায় ইতোমধ্যে আড়াই হাজার কোটি টাকার ক্ষতি হয়ে গেছে এ খাতে। যা বছর শেষে ৭ হাজার কোটিতে ঠেকবে। হুমকিতে রয়েছেন ৩ লাখ ১০হাজারের মত অভিজ্ঞ কর্মকর্তা ও কর্মচারী। সংবাদ সম্মেলনে এমন বাস্তবতা তুলে ধরেন বিহার প্রেসিডেন্ট ।
বিহার কো-চেয়ারম্যান জানান, করোনায় হোটেলগুলো এগিয়ে এলেও সরকারী কোন সুযোগ এখনো মেলেনি ।
সংশ্লিষ্টরা বলছেন, উন্নত দেশের সাথে তাল মিলিয়ে সরকারকেই এগিয়ে আসতে হবে। নয়তো দক্ষ কর্মী হারাবে বাংলাদেশ।
বিহার নেতারা জানান, আর্থিক টানাপোড়েন হলেও এখনো কোন কর্মচারীকে তারা ছাঁটাই করেননি।