দেশের পিছিয়ে পড়া বিদ্যুৎ সঞ্চালন-ব্যবস্থা আধুনিক করা প্রয়োজন : নসরুল হামিদ
- আপডেট সময় : ০৯:৪৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
- / ১৫৯১ বার পড়া হয়েছে
চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়াই জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। লোড নিয়ন্ত্রণে সংক্রিয় ব্যবস্থা চালুর বিকল্প নেই বলে জানান তিনি। জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় ইস্যুতে সংশ্লিষ্টদের নিয়ে সচিবালয়ে এক বৈঠক শেষে এ কথা জানান প্রতিমন্ত্রী। তবে এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সে ব্যাপারেও পরিকল্পনা চলছে।
জাতীয় গ্রিডে বিপর্যয়ের পর প্রশ্ন উঠছে দেশের বিদ্যুৎখাতের ব্যবস্থাপনা নিয়ে। কেনো এই বিপর্যয়, ঠেকানোর উপায় ছিলো কিনা…নানা মহলে চলছে সমালোচনা।
এমন অবস্থায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। জানান, বিপর্যয়ের কারণ অনুসন্ধানে কাজ করছে বিশেষজ্ঞদের তদন্ত কমিটি।এক সপ্তাহ পর প্রতিবেদন হাতে পেলে প্রকৃত তথ্য জানা যাবে।
এতদিনেও বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থাকে আধুনিক করা যায়নি বলে স্বীকার করলেন প্রতিমন্ত্রী নিজেও।
গ্রিডে বিপর্যয়ের পুনরাবৃত্তি না হয়, সেজন্য আরও দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিতে সরকার পরিকল্পনা করছে বলেও জানান নসরুল হামিদ।