দেশের প্রথম স্থানীয় জাত হিসেবে সাতক্ষীরার গোবিন্দভোগ আম যাচ্ছে জার্মানিতে

- আপডেট সময় : ০৫:১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
দেশের প্রথম স্থানীয় জাত হিসেবে সাতক্ষীরার গোবিন্দভোগ আম যাচ্ছে জার্মানিতে। আগে থেকেই হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি রপ্তানি হলেও, এবারই প্রথম যোগ হলো গোবিন্দভোগ। গত মৌসুমে ঘূর্ণিঝড় আম্পানের কারণে রপ্তানি বিঘ্নিত হয়েছে। চলতি মৌসুমে সরকারি-বেসরকারি সহযোগিতায় আবারও রপ্তানি শুরু হয়েছে।
মাটি ও আবহাওয়ার কারণে অন্য জেলার ১৫-২০ দিন আগে সাতক্ষীরার আম পাকে। তাই রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জকে পেছনে ফেলে রপ্তানি বাজারে বিশেষ গুরুত্ব পায় সাতক্ষীরার ল্যাংড়া, হিমসাগর ও আম্রপালি। এ বছর থেকে রপ্তানির তালিকায় যুক্ত হলো গোবিন্দভোগ আম।
জেলায় এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪০ হাজার মেট্রিক টন। দেশের ১৪টি কোম্পানির মাধ্যমে সাতক্ষীরার আম বিদেশে রপ্তানির প্রক্রিয়া চলছে। সবকিছু ঠিক থাকলে চলতি মৌসুমে অন্তত ৫০০ মেট্রিক টন আম রপ্তানি হবে জার্মানি, ইতালি, ফ্রান্স ও ইংল্যান্ডের বাজারে।
নিরাপদ ও বালাইমুক্ত আমে বেশি লাভ বলে জানায়, চাষিরা। বিষমুক্ত আম উৎপাদনে পাঁচশ চাষিকে প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা দেওয়া হয়েছে বলে জানান, এই এনজিও কর্মকর্তা।
এ বছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে কৃষি বিভাগ। চলতি মৌসুমে ৫০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।