দেশের বর্তমান পরিস্থিতিতে আর লকডাউন দেয়া ঠিক হবে না : জিএম কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
দেশের বর্তমান পরিস্থিতিতে আর লকডাউন দেয়া ঠিক হবে না বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের
সকালে লালমনিরহাট সদর উপজেলার লোহাকুচি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আরো বলেন, বর্তমানে ভ্যকসিন নিয়ে বিশৃঙ্খলা চলছে। তাই সবার আগে দেশের সকল নাগরিকের জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে হবে। এর আগে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন করে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এসময় জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন, উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।