দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের গণমিছিল
- আপডেট সময় : ০৪:৫০:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
গণহত্যার বিচার ও গণগ্রেপ্তার বন্ধসহ ৯ দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। চট্টগ্রামে দুর্যোগপুর্ণ আবহাওয়া উপেক্ষা করে গণমিছিল ও বিক্ষোভ করে কোটাবিরোধী শিক্ষার্থীরা। এতে সতস্ফুর্তভাবে অংশ নেন অভিভাবকরাও। দুপুরে জুমার নামাজের পর নগরীর আন্দরকিল্লা জামে মসজিদ থেকে শুরু হয় গণমিছিল। পরে আন্দরকিল্লা মোড়ে এসে পুনরায় জড়ো হন তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের আন্দোলন এখন আর কোটার মধ্যে সীমাবদ্ধ নেই।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরেও গণমিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বেলা ১১ টায় পিরোজপুর শহরের সিওঅফিস চত্ত্বর থেকে গণমিছিল শুরু হয়ে শহরের পুরাতন বাসস্টান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা দাবি আদায়ের জন্য বক্তব্য রাখেন।
৯ দফা দাবী আদায়ে ঝিনাইদহে গণপদযাত্রা ও বিক্ষোভ সমাবেশে করেছে কোটাবিরোধী আন্দোলনকারীরা। বিকেলে শহরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে সমাবেশে শিক্ষার্থীরা বলেন, তাদের দাবী মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। আন্দোলন ঘিরে সতর্ক অবস্থান নেয় পুলিশ।
ময়মনসিংহে বাদ জুমা নগরীর বড় মসজিদের সামনে থেকে গণমিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এসময় শিক্ষার্থীরা ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।