দেশের বিভিন্ন জায়গায় তীব্র তাপদাহে অতিষ্ঠ মানুষ
- আপডেট সময় : ০৮:০১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
- / ১৬৮৬ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জায়গায় তীব্র তাপদাহে অতিষ্ঠ মানুষ। প্রচণ্ড গরমের পাশপাশি অব্যাহত লোডশেডিং দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। টানা ১৪ দিন ধরে এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। বাতাসের আদ্রতা কম থাকায় চরম অস্বস্তিতে মানুষ ও প্রাণীকুল।
চুয়াডাঙ্গায় টানা ১৪ দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। তাপদাহে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার জন্য মাইকিং করেছে জেলা প্রশাসন। এতে বিপাকে পড়েছে শ্রমজীবি মানুষ। চুয়াডাঙ্গা দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
৩৯ দশমিক দুই থেকে ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে যশোরে। ঈদের বাজার হলেও দুপুরের আগেই অনেকটা ফাঁকা হয়ে যায় শহরের রাস্তাঘাট।
ঝিনাইদহে গত কয়েকদিনের তাপদাহে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। কাজের ফাঁকে ফাঁকে গাছের তলায় বা ছায়াশীতল স্থানে বিশ্রাম নিচ্ছেন খেটে খাওয়া মানুষ। এদিকে গরম থেকে স্বস্তি পেতে পুকুরর পানিতে দুরন্তপনায় মেতেছে শিশু-কিশোররা।
কুষ্টিয়ায় প্রচন্ড তাপদাহ আর অব্যাহত লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন । জেলায় ৪১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
নীলফামারীতে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কুড়িগ্রামে রেকর্ড করা হয় ৩৫ ডিগ্রী সেলসিয়ায়।তাপদাহে দুপুর থেকে বিকেল পর্যন্ত কাজ করতে না পারায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।