দেশের বিভিন্ন জেলায় জাতীয় সমবায় দিবস পালিত
- আপডেট সময় : ০৬:৪২:০৫ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
- / ১৭০৩ বার পড়া হয়েছে
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” স্লোগান নিয়ে দেশের বিভিন্ন জেলায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
সাধারণ মানুষের জীবন মান ও আর্থ সামাজিক উন্নয়নে সমবায়ের গুরুত্ব অপরিসিম। তাই বঙ্গবন্ধু যুদ্ধ বিদ্ধস্ত দেশ পুনর্গঠনে সমবায়কে বিকশিত করেছিলেন। সকালে চট্টগ্রামের এলজিইডি ভবন মিলনায়তনে সমবায় দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন, বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন।
খুলনায় সকালে হাদিস পার্ক থেকে বের করা হয় বর্ণাঢ্য সমবায় রেলী।
ময়মনসিংহে সমবায় বিভাগের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে রেলী শেষে জেলা পরিষদে পতাকা উত্তোলন ও আলোচনা সভা হয়।
দিনটি উপলক্ষে নেত্রকোনায় সকালে মোক্তারপাড়া পাবলিক হলের সামনে থেকে রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
চুয়াডাঙ্গায় শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
নড়াইলে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসুচি শুরু হয়। বের হয় রেলি, অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পরে সমবায় কার্যক্রমে সাফল্য অর্জনের জন্য ৫ জনকে সম্মাননা দেয়া হয়।
মেহেরপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বর থেকে শোভাযাত্রা বের হয়। এতে নেতৃত্ব দেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম।
সিরাজগঞ্জের তাড়াশে প্রশাসন ও সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে একটি রেলী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
গোপালগঞ্জে শোভাযাত্রা, আলোচনাসভা ও চেক বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
জামালপুরে বক্তারা বঙ্গবন্ধুর দর্শনে সকলকে সমবায়ে উদ্বুদ্ধ হয়ে নিজেদের আর্থিকভাবে সাবলম্বি হওয়ার আহ্বান জানান।
চাঁদপুরের হাজীগঞ্জে রেলি ও আলোচনা সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেজর অব. রফিকুল ইসলাম।
নীলফামারীতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয় শোভাযাত্রা। পরে আলোসভা হয়।
এছাড়াও নানা আয়োজনে মানিকগঞ্জ ও ঝিনাইদহসহ বিভিন্ন জেলায় জাতীয় সমবায় দিবস পালিত হয়।