দেশের বিভিন্ন জেলায় নেমেছে স্বস্তির বৃষ্টি
- আপডেট সময় : ০২:১৭:৪১ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
- / ১৭২১ বার পড়া হয়েছে
প্রচণ্ড তাপদাহের পর দেশের বিভিন্ন জেলায় নেমেছে স্বস্তির বৃষ্টি। সকাল থেকে ঢাকা, খুলনা, বরিশাল, বাগেরহাট’সহ দেশের বিভিন্ন জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির খবর পাওয়া গেছে। এদিকে.. কালবৈশাখী ঝড়ে ঝালকাঠি, পিরোজপুরে লন্ডভন্ড হয়ে গেছে কয়েকশ বাড়িঘর। এ সময় গাছচাপায় একজনের মৃত্যু হয়। ঝড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে জেলার বিদ্যুৎ সংযোগ। গাছপালা পড়ে বিভিন্ন এলাকার সঙ্গে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ।
রাজধানী ঢাকার শনির আখড়া, দোহার, নারায়ণগঞ্জ, সিলেটের হবিগঞ্জ, মৌলভীবাজার, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, যশোর, লক্ষ্মীপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, নরসিংদী, ভোলা, চাঁদপুর, গোপালগঞ্জ, পিরোজপুর, বাগেরহাট ও পটুয়াখালীর বিভিন্ন অঞ্চল থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে।আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এছাড়া, দুপুরের মধ্যে রাজধানীসহ দেশের একাধিক অঞ্চলে ঘন্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড় হতে পারে। এ ছাড়া রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। এছাড়া, দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।