দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে গেল ২৪ ঘন্টায় আরো ১০৮জনের মৃত্যু
- আপডেট সময় : ০১:৩৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে গেল ২৪ ঘন্টায় আরো ১০৮জনের মৃত্যু হয়েছে।
করোনা ও উপসর্গ নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে নতুন করে আরো ২৩ জনের মৃত্যু হয়েছে।
২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে ২৩ জনের। এর মধ্যে করোনা আক্রান্তে ৭ জন এবং করোনার উপসর্গ নিয়ে ১৬ জন মারা যান। মৃতদের মধ্যে ময়মনসিংহের ১৫, গাজীপুরের ২ এবং জামালপুর ও নেত্রকোণার ৩ জন করে ছিলেন।
রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে ২৪ ঘন্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জনের করোনা পজেটিভ ও ২ জনের করোনা উপসর্গে মারা গেছেন। এদিকে, খুলনার চার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঝিনাইদহে ৩, সাতক্ষীরায় ৫ এবং চুয়াডাঙ্গাতেও মারা গেছেন ৫ জন।
করোনা সংক্রমণে চট্টগ্রামে নতুন করে ১১জনের মৃত্যু হয়েছে।
দিনাজপুরে মারা গেছেন ৪ জন এবং পটুয়াখালীতে করোনা আক্রান্ত মৃত্যু হয়েছে দুই জনের।