দেশের বিভিন্ন জেলায় করোনায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৫:৪৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় করোনায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিভিন্ন সংগঠন।
করোনায় ক্ষতিগ্রস্থ লুখফুল রাজ্য খ্যাত যশোরের গদখালির ক্ষতিগ্রস্থ ৫৪ জন ফুল চাষীর হাতে সরকারি প্রণোদনার চেক তুলে দেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
চট্টগ্রামের বোয়ালখালীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়া মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোমিনুর রহমান ও স্থানীয় এমপি মোসলেম উদ্দিন।
দিনাজপুরের হিলিতে গ্রামের অসহায় ও দরিদ্র রোগীদের বিনামুল্যে চিকিৎসার প্রদানের ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। এ সময় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা।
জামালপুরে করোনা মোকাবিলায় কর্পোরেট সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় সোনালী ব্যাংক হতদরিদ্র,ও করোনায় কর্মহীনদের মাঝে নগদ অর্থ বিতরণ করে।
ঝিনাইদহে কর্মরত ১৮ জন সংবাদকর্মীর মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের আর্থিক সহযোগিতার চেক প্রদান করা হয়।
নোয়াখালীর হাতিয়ায় করোনায় কর্মহীন দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অর্থায়নে ত্রাণসামগ্রী বিতরণ করে হাতিয়া বিদ্যুৎ বিভাগ।