দেশের বিভিন্ন জেলায় নদ-নদীর পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি
- আপডেট সময় : ০২:২৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় নদ-নদীর পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ঘর-বাড়ির ক্ষতি হওয়ায় অনেকই ফিরতে পারছে না। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন অনেকেই।
সিরাজগঞ্জে প্রতিদিনই যমুনা নদীতে এবং জেলার অভ্যন্তরীন নদীগুলোতে প্রতিদিনই পানি কমছে। নদীতীরবর্তী ও চরাঞ্চলের কিছু কিছু বাড়িঘর, রাস্তা ঘাট থেকে পানি নামতে শুরু করেছে। কাঁচা, আধাপাকা ও পাকা সড়কের ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলার সব কটি নদ-নদীর পানি কমতে শুরু করায় মুন্সীগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ফলে লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলার নদীর তীরবর্তী বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙ্গন।
মাদারীপুরে পদ্মা ও আড়িয়াল খাঁ নদে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধির সাথে সাথে বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন। ভিটে মাটি ও ফসলি জমি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে ভাঙ্গন কবলিতরা।
এদিকে, মানিকগঞ্জের যমুনা নদীর পানি আরিচা পয়েন্টে গেল ২৪ ঘন্টায় ১৭ সেন্টিমিটার কমে বিপদ সীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বন্যার পানি কমতে থাকায় ভাঙ্গন দেখা দিয়েছে নদী তীরবর্তী এলাকায়।