দেশের বিভিন্ন জেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
ঝিনাইদহের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বিচার বিভাগ। গতরাতে শহরের পোস্ট অফিস মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনাল, আরাপপুরসহ বিভিন্ন এলাকা ও মহাসড়কের পাশে থাকা ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় জেলা ও দায়রা জজ নাজিমুদৌলা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ বাহাউদ্দিন আহম্মেদ, যুগ্ম জেলা ও দায়রা জজ মাসুদ আলী উপস্থিত ছিলেন।
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌর মেয়র খালেদ সাইফুল্লার উদ্যোগে ৯ ওয়ার্ড ও বেগমগঞ্জ উপজেলার ১৬ ইউনিয়নের ৫ হাজার গরীর, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।