দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত
- আপডেট সময় : ০৫:৪১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে নেত্রকোণা, কুড়িগ্রাম, ময়মনসিংহ, গাজীপুর ও পাবনায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। এসময় বক্তরা প্রকৃত দোষীদের দ্রুত সময়ের মধ্যে শাস্তির দাবি জানান।
সকালে ময়মনসিংহে মানববন্ধন করে ময়মনসিংহ রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন। পরে রামকৃষ্ণ মিশনে শতাধিক মুসলমান ও হিন্দু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়।
সকালে নেত্রকোণা পৌর শহরের সাতপাইয়ে রামকৃষ্ণ মিশন সড়কের সামনে মানববন্ধন করে বাংলাদেশ রামকৃষ্ণ মিশন জেলা শাখা। এক এসময় বক্তারা প্রকৃত দৌষীদের শাস্তির দাবি জানান।
পাবনায় রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। কর্মসূচীতে বক্তব্য দেন আশ্রমের সভাপতি অসিত কুমার সাহাসহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতাকর্মীরা।
একই দাবিতে মানববন্ধন হয়েছে যশোরেও। উপজেলা সনাতনী সংঘের ব্যানারে সকালে জেলার অভয়নগরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ৫ শতাধিক নারী পুরুষ অংশ নেন।
দেশের বিভিন্ন এলাকায় মন্দিরে হামলা ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে কুড়িগ্রামে রাম কৃষ্ণ আশ্রমের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
একই দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে শহরের বটতলায় শ্রী রামকৃষ্ণ মঠ আশ্রম এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে গাজীপুর সম্মিলিত সনাতন ধর্মাবলম্বী অংগ সংগঠন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, বাংলাদেশ হিন্দু মহাজোট, শারদাঞ্জলি ফোরামসহ একাধিক সংগঠন।
চলমান সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে।