দেশের বিভিন্ন হাসপাতালে অ্যান্টিজেন পদ্ধতিতে করোনা টেস্ট শুরু
- আপডেট সময় : ০৫:৫৫:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
- / ১৫২৩ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন হাসপাতালে রেপিট অ্যান্টিজেন পদ্ধতিতে করোনা টেস্ট শুরু হয়েছে। এতে মাত্র ১৫ থেকে ২০ মিনিটের করোনা পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।
পটুয়াখালী ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালে রেপিট অ্যান্টিজেন পদ্ধতিতে করোনা পরীক্ষা শুরু হয়। এ সময় সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম শিপন ও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ আব্দুল মতিন উপস্থিত ছিলেন।
দেশের প্রথম করোনা ভাইরাস রোগী শনাক্ত হওয়া মাদারীপুরে শুরু হয়েছে অ্যান্টিজেন পরীক্ষা। এর ফলে ৩০ মিনিটেই করোনার রিপোর্ট পাওয়া যাবে। এই পরীক্ষার জন্য ৫শ’ কীট হাতে পেয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ।
যশোরেও এন্টিজেন টেস্ট শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টায় স্বাস্থ্য বিভাগের জুমের মাধ্যমে উদ্বোধনের পর প্রথম দিনে ২৫০ শয্যা যশোর জেনারেল হাসপাতালে ৩ জন করোনা রোগীর এন্টিজেন টেস্টে দুইজনের ফলাফল নেগেটিভ পাওয়া যায়।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে সকাল থেকে অ্যান্টিজেন পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। জ্বর, সর্দি, কাশি উপসর্গ থাকলে প্রাথমিকভাবে এন্টিজেন টেস্ট করতে হবে। পরীক্ষার জন্য প্রথমে রোগীকে ১শত টাকা ফি দিতে হবে।
এদিকে, সকাল থেকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে রেপিড এন্টিজেন পরীক্ষা শুরু হয়েছে।