দেশের ব্যাংক ব্যবস্থার পরিবর্তে বৈদেশিক উৎস থেকে অর্থ সংগ্রহ করে বাজেট ঘাটতি পূরণ করার পরামর্শ
- আপডেট সময় : ০৭:৪১:১১ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
দেশের ব্যাংক ব্যবস্থার পরিবর্তে বৈদেশিক উৎস থেকে অর্থ সংগ্রহ করে বাজেট ঘাটতি পূরণ করার পরামর্শ দিয়েছে ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন- এফবিসিসিআই। বাজেট প্রতিক্রিয়ায় সংগঠনের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন ব্যবসায়ীদের উপর অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এছাড়া উপজেলা পর্যায়ে আয়কর ও ভ্যাট কার্যালয় স্থাপনের মাধ্যমে রাজস্ব বাড়ানোর পরামর্শ দিয়েছে এফবিসিসিআই।
২০২১-২১ অর্থবছরের বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিতে শনিবার নিজস্ব ভবনে সংবাদ সম্মেলন করে ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন- এফবিসিসিআই।
সংগঠনের সদ্য নির্বাচিত সভাপতি বলেন, বাজেটে ব্যবসায়ীদের উপর ২০ শতাংশ পর্যন্ত অগ্রিম আয়কর আরোপ করা হয়েছে, যা ব্যবসা-বাণিজ্যে অচলাবস্থা সৃষ্টি করবে। এছাড়া আমদানী পর্যায়ে আগাম কর সম্পূর্ণ প্রত্যাহারের দাবি করেন তিনি।
বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সকল প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের উপর কর প্রত্যাহারেরও দাবি করেছে এফবিসিসিআই। সকল ব্যবসা প্রতিষ্ঠানের নূন্যতম কর হার ২৫ শতাংশ করারও দাবি জানায় ব্যবসায়ীদের শীর্ষ এ সংগঠন।
শুল্ক ও কর কাঠামো বিনিয়োগ এবং উৎপাদনশীল বান্ধব করার পরামর্শ দেন এফবিসিসিআই সভাপতি।