দেশের ব্যাংকিং খাতে ঋণের নামে অরাজকতা চলছে: ড. আবুল বারাকাত
- আপডেট সময় : ০৮:৫০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের কৃষকেরা পণ্য উৎপাদন করেও কিছু পাচ্ছে না। তাই বাজার ব্যবস্থায় পরিবর্তন আনতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। সকালে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। আর সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. আবুল বারাকাতের অভিযোগ- ব্যাংকিং খাতে নৈরাজ্যের কারণে ঋণের নামে অরাজকতা চলছে দেশে।
বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে সবচেয়ে বেশী অবদান রাখছেন কৃষকেরা। অথচ তারাই সবচেয়ে বেশী অবহেলিত। রাষ্ট্রিয় সুযোগ সুবিধার বালাই তো নেইই, সঠিক বাজার ব্যবস্থাপনাও নিশ্চিত করতে পারেনি সরকার। এতে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। মাঝা খানে মধ্যস্বত্ব ভোগীরাই লাভবান হচ্ছে। দীর্ঘ দিন ধরে এমন পরিস্থিতি চলে আসছে।
বাংলাদেশ অর্থনীতি সমিতির ২১ তম দ্বিবার্ষিক সম্মেলনে জাতীয় অর্থনীতির আদ্যপান্ত তুলে ধরতে গিয়ে এসব কথা বলেন বরেণ্য অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান।
সংগঠনটির বর্তমান সভাপতি ড. আবুল বারকাতের অভিযোগ, ব্যাংকিং খাতের নৈরাজ্য থামানো যাচ্ছে না। তাই ঋণের নামে অরাজকতার হাত থেকে রেহাই পাচ্ছে না সাধারণ দরিদ্র মানুষ।
দেশের খাস জমিগুলো এখন প্রভাবশালীদের দখলে। অথচ সঠিক বন্টন ব্যবস্থার নিশ্চয়তা থাকলে খাস জমি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়িয়ে বহু মানুষকে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসা সম্ভব হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা।