দেশের বড় বড় সব সড়ক-মহাসড়কে টোল আদায়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:৪০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
ঢাকা-সিলেট মহাসড়কসহ দেশের বড় বড় সব সড়ক-মহাসড়কে টোল আদায়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। সভাশেষে এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকের সামনে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনা মন্ত্রী বলেন, বিনা পয়সায় সেবার দিন শেষ। দেশ এখন মধ্য-আয়ে উঠেছে। তাই জনগণের মনোভাবও পরিবর্তন করতে হবে। প্রধানমন্ত্রী চান, যেসব মহাসড়ক আধুনিক ও প্রশস্ত করা হয়েছে– তার রক্ষণাবেক্ষণে টোল আদায় করতে হবে। একনেকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন’ প্রকল্পটি প্রায় ১৭ হাজার কোটি টাকা খরচে অনুমোদন দেয়া হয়েছে উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী জানান, ২০২৬ সালের মধ্যে এটি বাস্তবায়ন করা হবে। এই প্রকল্পের বিষয়ে আলোচনা করতে গিয়ে মহাসড়কে টোল আদায়ের প্রসঙ্গ টেনে আনেন প্রধানমন্ত্রী। টোল আদায় শুধু সরকারের রাজস্ব বাড়ানোর জন্য নয়, বছরশেষে যে টাকা উদ্বৃত্ত থাকবে তা ওই সড়কগুলোর মেরামতেও ব্যয় করা হবে।