দেশের বড় রকমের অগ্নিকান্ড তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণের সক্ষমতা ফায়ার সার্ভিসের নেই : সিপিডি
- আপডেট সময় : ১০:০২:২৭ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
দেশে বড় রকমের অগ্নিকান্ড ঘটলে, তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণের সক্ষমতা ফায়ার সার্ভিসের নেই বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা..সিপিডি। সংস্থার কার্যালয়ে ‘চট্টগ্রামের বিএম ডিপোর অগ্নিকান্ডের অভিজ্ঞতা’ নিয়ে সিপিডির তদন্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে, এ সব জানান শীর্ষ নির্বাহীরা।
চট্টগ্রামের বিএম কন্টেইনার ডিপোতে সংঘঠিত স্মরণ কালের বয়াবহ অগ্নিকান্ডে ফায়ার সার্ভিসের ১২ সদস্যসহ ৫১ জন ব্যক্তির প্রাণহানীর হয়।
এ ঘটনায় সরকারী সংস্থার সাথে বেসরকারী গবেষণা সংস্থা সিপিডি এবং ক্রিস্টিয়ান এইড তদন্ত করে। তদন্তে আগুনের ঘটনায় ১১০ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।
সংবাদ সম্মেলনে সিপিডির গবেষণা পরিচালক বলেন, দেশে বড় ধরণের অগ্নিকান্ড নিয়ন্ত্রনের পর্যাপ্ত প্রস্ততি সরকারের নেই।
সিপিডির নির্বাহী পরিচালক বলেন, শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের জীবনের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা এবং এর মান নিশ্চিত করতে সরকার আরও আন্তরিকতার সাথে কাজ করবে এমন প্রত্যাশা সিপিডির।