দেশের ভূলুন্ঠিত গণতন্ত্র উদ্ধারের আজো লড়াই চলছে: গয়েশ্বর চন্দ্র রায়
- আপডেট সময় : ০৯:২১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
- / ১৫২২ বার পড়া হয়েছে
দেশের ভূলুন্ঠিত গণতন্ত্র উদ্ধারের আজো লড়াই চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অন্যদিকে, রুহুল কবির রিজভী বলেছেন, ভূয়া উন্নয়নে জনগণ খুশি নয় । দেশের দুস্কৃতিকারীরা এখন আওয়ামী লীগের নেতাকর্মী হওয়ায় দেশে নৈরাজ্য বেড়েই চলছে বলেও দাবি করেন তিনি। দুপুরে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী সংস্কৃতিক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুপুরে চিত্র প্রদর্শণীর উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
জাতিসত্তাকে বিসর্জন দিয়ে ক্ষমতা দখল করেছে সরকার উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, বিদেশীদের স্বার্থে কাজ চলছে।
দলীয় কার্যায়লয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেন, সরকারের ঘোষিত নির্বাচন এপর্যন্ত অংশগ্রহণমূলক হয়নি।
আওয়ামী লীগে কর্মীরা সারাদেশে সন্ত্রাসী কর্মকান্ড করেই চলেছে বলে দাবি তার।