দেশের মহানগর ও জেলায় বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি

- আপডেট সময় : ০১:১১:১২ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
- / ১৭০৩ বার পড়া হয়েছে
এদিকে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের মহানগর ও জেলায় বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। নাটোরে সমাবেশ করতে দেয়নি আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
সকালে জেলা বিএনপির নেতা কর্মীরা তাদের দলীয় কার্যালয়ে আসার প্রস্তুতি নিলে তাদের মোড়ে মোড়ে বাধা দেয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজকে পিটিয়ে জখম করে বলে অভিযোগ পাওয়া গেছে। জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মোটরসাইকেলে শো-ডাউন করে আওয়ামী লীগ। পরে লাঠি সোটা নিয়ে সেখানেই অবস্থান নেয় এবং বিক্ষোভ করে। এ সময় বিএনপি কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
এদিকে নেত্রকোণা বনুয়াপাড়ায় জেলা বিএনপির আয়োজনে জনসমাবেশে বক্তারা বলের, বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচন হবে না। এই সরকারকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলেও জানান তারা।
বিএনপির প্রতিবাদ সমাবেশ সকালে মুন্সীগঞ্জ শহরের মুক্তারপুর পুরোনো ফেরীঘাট এলাকায় অনুষ্ঠিত হয়।