দেশের শান্তিতে যারা খুশী নয়, পার্বত্য অঞ্চলের উন্নয়নেও তারা খুশী নয়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
দেশের শান্তিতে যারা খুশী নয়, পার্বত্য অঞ্চলের উন্নয়নেও তারা খুশী নয়’ এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে বঙ্গবন্ধু ট্যুর ডিসিএইচটি মাউন্টেন বাইক প্রতিযোগিতার উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন তথ্যমন্ত্রী। রাঙামাটির সাজেক পর্যটন স্পটের এই আয়োজনের আয়োজক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়। প্রতিযোগিতায় তিন পার্বত্য জেলা থেকে ৪৫ জন এবং সারাদেশ থেকে ৫৫জন অংশ নেন। রাঙামাটির সাজেক টু বান্দরবান ৩শ কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু মাউন্টেন বাইক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।